দ্বীপের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করল ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ

“দ্বীপের রানী” খ্যাত ভোলায় জামকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভাসমান রেস্তোরাঁ ও কায়াকিং পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) উদ্যোগে নির্মিত জিজেইউএস ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় রবিবার, ১ ডিসেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ফিতা কেটে এ ল্যান্ডিং স্টেশন অ্যান্ড রেস্টুরেন্ট উদ্বোধন করেন। এর মাধ্যমে ভোলার পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করেন উপস্থিত দর্শনার্থীরা।

জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (অর্থ ও হিসাব) মো. মেস্তাফা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা মো. ইসমাইল।

ভোলা শহরের প্রাণকেন্দ্র যুগিরঘোল ব্রিজের নিচে, ভোলা খালের মনোরম পরিবেশে এই ল্যান্ডিং স্টেশন নির্মিত হয়েছে। এখানে ভাসমান রেস্তোরাঁ, কায়াকিং স্পট, এবং স্পিডবোটে ভ্রমণের সুবিধা রয়েছে। বিনোদন ও খাবারের সুব্যবস্থার কারণে এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্পট হিসেবে বিবেচিত হচ্ছে।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন জানান, ভোলা খালের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এটি পর্যটকদের বিনোদনের জন্য একটি আধুনিক সুবিধাসম্পন্ন জায়গা হিসেবে বিশেষ ভূমিকা রাখবে।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “এটি ভোলার মানুষের বিনোদনের জন্য একটি অনন্য স্থান। শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় সহজেই সবাই এখানে আসতে পারবে। এটি শুধু মানুষকে বিনোদন দেবে না, বরং ভোলা খালকে পরিচ্ছন্ন রাখতেও সহায়তা করবে।”

উল্লেখ্য, দ্বীপজেলা ভোলায় বেশ কিছু বিনোদনকেন্দ্র থাকলেও সেগুলো শহর থেকে কিছুটা দূরে অবস্থিত। তবে শহরের কেন্দ্রে এমন একটি স্থাপনা নির্মাণের ফলে স্থানীয় জনগণ এবং পর্যটকরা খুব সহজেই এখানে আসতে পারবেন এবং বিনোদনের নতুন এক অভিজ্ঞতা উপভোগ করবেন।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের বৃষ্টিপাতে দুর্যোগ, নিরাপদ আশ্রয়ে ৫ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো

ডলারের টানা দ্বিতীয় সপ্তাহের উত্থান: সুদহার কমানোর সম্ভাবনা কমছে

ডেস্ক রিপোর্ট যুক্তরাষ্ট্রের ডলার টানা দ্বিতীয়

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত: ভূমিধসে ১ জন নিহত, ১০০+ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে ভূমিধস

মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

প্রধান সংবাদ

“দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস”: ভোলার মানুষের মুখে মুখে নতুন গান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০ জন

নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা

পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদ উদযাপন, উৎসবে মাতোয়ারা গ্রামবাসী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়

লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের রঙিন স্বপ্ন

জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার