ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করেছে তারই দুই আপন ভাতিজা অহিদুল ও রাজিব। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার নুরুল ইসলাম চরসামাইয়া ১নং ওয়ার্ডে ক্রয় ও পৈত্রিক সূত্রে জামির মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ঘর-দরজা, বাগান বাগীচা সৃজন করে পরিবার নিয়ে শান্তিপূর্ণ ভবে বসবাস করে আসছিলো। কিছুদিন পূর্বে তার ভোগ দখলীয় জমি ও বসত ভিটার উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমিদস্যু চক্রের সদস্য সুধ ব্যবসায়ী অহিদুল ও তার ভাই রাজিবের। বিগত দিনে অহিদুল ও রাজিব তার আপন চাচা নুরুল ইসলামকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই আহিদুল ও রাজিব তার আপন চাচাকে এলাকা ছাড়া করতে না পেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দুজন চাচা নুরুল ইসলামের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১১টারদিকে বাক বিতন্ডের এক পর্যায়ে অহিদুল ও রাজিব তার বৃদ্ধ চাচাকে লাঠি ও লোহার রট দ্বারা এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানরীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, কিছুদিন পূর্বেও সন্ত্রাসী অহিদুল ও রাজিব নুরুল ইসলামের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের চরসামাইয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে পিটিয়ে গুরুতর জখম করলেও এখন পর্যন্ত সে কোন বিচার পায়নি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ আহত নুরুল ইসলাম ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।
- নিউজ ডেস্ক
- ফেব্রুয়ারি ২৫, ২০২৫
- ৪:৫৮ পূর্বাহ্ণ
ভোলার চরসামাইয়ায় পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা
সংবাদটি শেয়ার করুনঃ
আরও পড়ুনঃ
ডেস্ক রিপোর্ট মাইলস্টোন কলেজের পাশে মাঠে ভেঙে পড়ে
ডেস্ক রিপোর্ট টাইফুন উইফা চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার
ডেস্ক রিপোর্ট বিশ্ববাজারে তেলের দাম প্রায় অপরিবর্তিত
ডেস্ক রিপোর্ট জাপানে সরকারবিরোধী নির্বাচন ফলাফলের পর
ডেস্ক রিপোর্ট জাপানের শাসক জোট উচ্চকক্ষের (Upper House)
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি “দুর্নীতির
ভোলা প্রতিনিধি ভোলার স্থানীয় নারী চাকরিপ্রার্থীদের
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া
প্রধান সংবাদ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা
নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়
জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বৃক্ষরোপণে বিশেষ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলার দৌলতখানে