অনলাইন ডেস্ক
আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
এছাড়াও, রাজশাহী, ঢাকা, মৌলভীবাজার, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং পরদিন বুধবার দেশের আরও বিস্তৃত অঞ্চলে—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই দিন দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে মঙ্গলবার রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও, বুধবার তা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়ীতে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট সদরে—১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ঈশ্বরদীতে, ২১ মিলিমিটার।
এদিকে, আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমী স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।