নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন
সারা দেশের মতো ভোলা জেলায়ও বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর ভোলায় মোট ২৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এদের মধ্যে এসএসসিতে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিলে ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনালে ১ হাজার ২৭৭ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ৪৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে এসএসসির জন্য ২৬টি, দাখিলের জন্য ১৫টি এবং ভোকেশনালের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। চলতি বছরে এসএসসিতে পরীক্ষার্থী বেড়েছে ৬৮২ জন, দাখিলে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে ২৬৬ জন।
তিন বিভাগেই প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।
ভোলা জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) খন্দকার ফজলে গোফরান বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত।”
তিনি আরও জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনিক নিরাপত্তা জোরদার থাকবে, যেন সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করা যায়।