বিপ্লব ইসলাম,,লংগদু (রাংগামাটি)
ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবের স্মরণে রাঙামাটির লংগদু উপজেলায় ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) লংগদু উপজেলার মাইনী মুখ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লংগদু উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ইসলামি আন্দোলন লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সভাপতি ইসলামি যুব আন্দোলন লংগদু উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, ইসলামি ছাত্র আন্দোলনের লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান মল্লিক ও মুজাহিদ কমিটির উপজেলা সভাপতি মজিবুর রহমান পিসি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে ইসলামি আদর্শের আলোকে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। তাঁরা দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলনকে আরো সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।