আবু মাহাজ, ভোলা
ভোলা জেলার সদর উপজেলার চর রাসেল এলাকায় বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেনকে ১ টি আগ্নেয়াস্ত্র, ৬ টি দেশীয় অস্ত্র ও ০১ টি মোবাইলসহ আটক করা হয়েছে।
আজ রাত দুইটার দিকে চর রাসেল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার ল্যাফট্যানেন্ট কমান্ডার সালাউদ্দিন রশীদ তানভীর বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলাধীন ইলিশা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে কুখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোঃ মোফাজ্জল এবং আব্দুল বাতেন স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। এরূপ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। অতঃপর গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৮ অক্টোবর আনুমানিক রাত দুইটার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন চর রাসেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ রাসেল বাহিনীর সক্রিয় ডাকাত মোঃ মোফাজ্জল (৫৫) এবং আব্দুল বাতেনকে (৬৫) ০১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০৬ টি দেশীয় অস্ত্র (রামদা) ও ০১ টি মোবাইলসহ আটক করা হয়।
আটককৃত ডাকাতদ্বয় লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন মজুচৌধুরি হাট ও মধ্যের চর রমনীর বাসিন্দা মৃত চয়াল এবং আব্দুল করিম এর ছেলে।
পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news