ডেস্ক রিপোর্ট
চীন নতুন করে রেয়ার আর্থ (Rare Earth) খনিজের ওপর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করেছে, যা দেশটির ভূরাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করলেও বিশ্বব্যাপী প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে নেমে এসেছে উদ্বেগের ছায়া।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে:
এখন থেকে উচ্চমানের ম্যাগনেট উৎপাদনে ব্যবহৃত কিছু রেয়ার আর্থ উপাদান রফতানির জন্য সরকারিভাবে বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।
এই পদক্ষেপে বিশ্বের প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো যেমন Apple, Tesla, Lockheed Martin-এর মতো কোম্পানিগুলো পড়েছে চাপে।
বিশ্লেষকদের মতে,
“এই রফতানি নিয়ন্ত্রণ চীনের কূটনৈতিক চাপ তৈরির একটি অস্ত্র। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের উপর প্রভাব বিস্তারেই এটি একটি গুরুত্বপূর্ণ চাল।”
বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শুল্কযুদ্ধ ও ইউরোপীয় নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন এই পদক্ষেপ নিচ্ছে বলেই অনেকে মনে করছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news