প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৩:০৭ অপরাহ্ণ
ইরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছে তুরস্কের প্রো-কুর্দিশ দল: শান্তি আলোচনায় নতুন সম্ভাবনা
ডেস্ক রিপোর্ট
তুরস্কে দীর্ঘদিনের সহিংসতা ও জাতিগত দ্বন্দ্ব নিরসনে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। প্রো-কুর্দিশ রাজনৈতিক দল ঘোষণা করেছে, তারা প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, যেখানে পিকেকে (PKK)-র সঙ্গে আবারও শান্তি আলোচনা শুরু করার বিষয়টি প্রধান এজেন্ডা হিসেবে থাকছে।
পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি) ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহে লিপ্ত
এই সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০,০০০ এরও বেশি মানুষ
২০১৫ সালে সর্বশেষ শান্তি প্রক্রিয়া ভেঙে পড়ে, এরপর থেকে পরিস্থিতি আরও সহিংস হয়েছে
প্রো-কুর্দিশ দলটির এক মুখপাত্র রয়টার্সকে জানান:
“আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। দেশকে সংঘাতমুক্ত করতে রাজনৈতিক সমাধান ছাড়া আর কোনো পথ নেই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে,
আসন্ন স্থানীয় ও জাতীয় নির্বাচন এবং
অর্থনৈতিক সংকটের সময় সরকার কুর্দি জনগণের আস্থা পুনরুদ্ধারে আগ্রহী হয়ে উঠেছে
এ বৈঠক হতে পারে এক “টেস্ট কেস”, যা ভবিষ্যতের শান্তি আলোচনার দিক নির্ধারণ করতে পারে
তুরস্কের নিরাপত্তাবাহিনী এবং জাতীয়তাবাদী দলগুলো শান্তি আলোচনার বিপক্ষে অবস্থানে
পিকেকে এখনো তুরস্কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত
আগের আলোচনায় বিশ্বাসযোগ্যতা সংকট ছিল বড় প্রতিবন্ধক