ডেস্ক রিপোর্ট
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সুরিনামের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি সাইমন্স চ্যান-কে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেছেন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট শি তার বার্তায় সুরিনামের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তকে স্বাগত জানান এবং নতুন সরকারের অধীনে দুই দেশের মধ্যে বিনিয়োগ, অবকাঠামো, কৃষি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ ব্যক্ত করেন।
চীনের শুভেচ্ছা বার্তা এমন এক সময়ে এলো যখন দক্ষিণ আমেরিকায় চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাব দৃশ্যত বাড়ছে। সুরিনাম, যা ভেনেজুয়েলা ও ব্রাজিলের মাঝামাঝি অবস্থানে একটি ছোট কিন্তু কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ, দীর্ঘদিন ধরেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)-এর অংশীদার।
নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইমন্সও তার নির্বাচনী প্রচারে বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেছিলেন। চীনের মতো বড় অর্থনীতির সমর্থন নতুন সরকারকে অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
চীন-সুরিনাম সম্পর্ক শুধু দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি চীনের দক্ষিণ আমেরিকায় দীর্ঘমেয়াদি কৌশলগত প্রসারেরও অংশ। আর এই শুভেচ্ছা বার্তা সেই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইঙ্গিত।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news