ডেস্ক রিপোর্ট
ন্যাটোর নবনিযুক্ত মহাসচিব মার্ক রুটে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সফরে যাচ্ছেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার জন্য ন্যাটো জোটকে ব্যবহার করা হতে পারে। বিষয়টি ইউরোপীয় জোটে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
ন্যাটোর সূত্র অনুযায়ী, রুটে ও ট্রাম্পের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয়, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন, এবং যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কেন্দ্র করে নীতিগত আলোচনা হবে।
নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে সম্প্রতি ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব নেন এবং এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। তিনি এমন এক সময় দায়িত্ব নিচ্ছেন যখন ট্রাম্প প্রশাসন ইউক্রেন ইস্যুতে আগের চেয়ে কঠোর কৌশল নিতে আগ্রহী বলে জানানো হচ্ছে।
নাটো সূত্রে আরও জানা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের ন্যাটো সদস্যদের প্রতি প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর আহ্বান জানাতে পারেন। একইসঙ্গে ইউক্রেনের জন্য সম্ভাব্য যৌথ সামরিক মিশন নিয়েও আলোচনা হতে পারে।
রুটের এই সফর শুধু একটি সৌজন্যমূলক বৈঠক নয়—বরং এটি ন্যাটোর ভবিষ্যৎ কার্যক্রম ও ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে জোটের ভূমিকা পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ পর্ব। ট্রাম্পের অবস্থান ও ইউরোপীয় সদস্যদের উদ্বেগের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে রুটের প্রধান চ্যালেঞ্জ।