ডেস্ক রিপোর্ট
বিশ্ব মুদ্রাবাজারে মার্কিন ডলার অস্থিরতায় পড়েছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অপসারণের সম্ভাবনা ঘিরে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মতে, এ ধরনের পদক্ষেপ মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করতে পারে, যার প্রভাব পড়তে পারে ডলারের ওপর আস্থা এবং বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতায়।
পাওয়েলকে সরিয়ে দেওয়া হলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সহজতর মুদ্রানীতির দিকে যাওয়া হতে পারে, যার অর্থ মুদ্রাস্ফীতির আশঙ্কা এবং ডলারের মান কমে যাওয়ার সম্ভাবনা।
বেশ কয়েকটি হেজ ফান্ড ও বড় ব্যাংক ডলারে তাদের অবস্থান পুনর্বিবেচনা করছে। বাজারে এখন বিকল্প মুদ্রা ও নিরাপদ সম্পদে (যেমনঃ স্বর্ণ, ইয়েন) বিনিয়োগের প্রবণতা বাড়ছে।
“ফেডের ওপর রাজনৈতিক হস্তক্ষেপের সম্ভাবনা শুধু আমেরিকার অর্থনৈতিক নীতির স্বাধীনতাকেই নয়, বরং বিশ্বজুড়ে ডলারের ওপর আস্থাকেও চ্যালেঞ্জ করছে।”
— ডেভিড ব্লুম, কারেন্সি স্ট্র্যাটেজিস্ট, HSBC
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news