ডেস্ক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের ডলার টানা দ্বিতীয় সপ্তাহে বড় ধরনের লাভের দিকে এগোচ্ছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী অর্থনৈতিক সূচকগুলো এই প্রবণতাকে সমর্থন দিচ্ছে, যা ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা কমিয়ে দিয়েছে।
চলতি সপ্তাহে মার্কিন ডলার বেশিরভাগ প্রধান মুদ্রার বিপরীতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। মজবুত অর্থনৈতিক তথ্য যেমন—চাকরির বাজার, ভোক্তা ব্যয় এবং শিল্প উৎপাদনের ইতিবাচক প্রবণতা ফেডারেল রিজার্ভকে আপাতত সুদহার কমানোর পথ থেকে বিরত রাখতে পারে।
অন্যদিকে, জাপানি ইয়েন দুর্বল রয়েছে, যার পেছনে রয়েছে জাপানের আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাজারে অনিশ্চয়তা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news