ডেস্ক রিপোর্ট
দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের মতো মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে ৫ হাজারেরও বেশি মানুষকে নিজ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইতোমধ্যে মারা গেছেন অন্তত ৪ জন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও অবকাঠামো।
দক্ষিণ কোরিয়ার একাধিক অঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধস ও জলাবদ্ধতা স্থানীয় জনগণের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালু থাকলেও আবহাওয়া অধিদপ্তর ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আরও বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যার বিষয়ে সতর্কতা জারি রেখেছে।
সরকারি সূত্রে জানা গেছে, বন্যা ও বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকায়, পাশাপাশি পরিবহন ব্যবস্থাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় বর্ষা মৌসুমে এমন প্রবল বৃষ্টিপাত নতুন নয়, তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন অনেক বেশি স্পষ্ট। ২০২৫ সালের এই বর্ষা মৌসুমে অস্বাভাবিক আবহাওয়ার কারণে জনজীবন চরম হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, নগর ব্যবস্থাপনার দুর্বলতা ও দুর্যোগ প্রস্তুতির ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news