ডেস্ক রিপোর্ট
জাপানে আজ শুরু হয়েছে উচ্চকক্ষ (Upper House) নির্বাচন। এই নির্বাচনটি বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা'র জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশেষ করে তার দল সদ্য সমাপ্ত নিম্নকক্ষ নির্বাচনে পরাজয়ের পর।
বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্যই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও প্রভাব ফেলতে পারে — বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা এবং বিনিয়োগকারীদের আস্থা এই ফলাফলের উপর অনেকটা নির্ভর করবে।
এই নির্বাচন জাপানের সংসদের উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ, যা আইন প্রণয়ন ও বাজেট পাসে বড় ভূমিকা রাখে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news