ডেস্ক রিপোর্ট
টাইফুন উইফা চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার পরপরই দক্ষিণাঞ্চলজুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ আকস্মিক বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করেছে। ঝড়টি সোমবার সকালের দিকেই স্থলভাগে উঠে আসে এবং এর প্রভাবে বেশ কয়েকটি শহরে পানিবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে।
চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র (NMC) জানিয়েছে, দক্ষিণাঞ্চলের গুয়াংডং, গুয়াংশি এবং হাইনান প্রদেশে ইতোমধ্যে ভারী বর্ষণ শুরু হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার ছাড়িয়েছে। নদীগুলোর পানি দ্রুত বেড়ে চলেছে, যা আকস্মিক বন্যার ঝুঁকি বাড়াচ্ছে।
পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন কিছু এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিতে শুরু করেছে এবং উদ্ধারকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। জরুরি সতর্কতা বার্তায় জনগণকে উঁচু জায়গায় সরিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, টাইফুন উইফা স্থলভাগে দুর্বল হয়ে গেলেও এখনো ঝড়ো হাওয়া এবং প্রবল বর্ষণের শক্তি বজায় রেখেছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবারের মধ্যে এটি ভিয়েতনামের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হবে এবং সেখানেও বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ চীনের কৃষিভিত্তিক অঞ্চলগুলোতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি রাস্তাঘাট, বিদ্যুৎ এবং যোগাযোগব্যবস্থায়ও বিঘ্ন ঘটছে। বিদ্যুৎবিচ্ছিন্ন অঞ্চলগুলোতে জরুরি সেবা পুনরায় চালু করার চেষ্টা চলছে।