মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
সম্প্রতি "আমরা ভোলা জেলার মানুষ, আমরা মেঘনা পাড়ের মানুষ, দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস" গানটি ভোলার ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গত ২৪ ঘণ্টায় গানটি ৩ হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে এবং এর দর্শক সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। গতকাল রাতে চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ বেতার বরিশালের গীতিকার ও সুরকার হারুন অর রশিদ তাঁর ফেসবুক প্রোফাইলে মাত্র ২৭ সেকেন্ডের একটি প্রোমো ভিডিও পোস্ট করেন, যা রীতিমতো সাড়া ফেলেছে!
ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনযাত্রাকে কেন্দ্র করে রচিত এই গানটি অল্প সময়ের মধ্যেই ভোলার মানুষের মনে স্থান করে নিয়েছে। গানটির গীতিকার ও সুরকার হারুন অর রশিদ জানান, এতে কণ্ঠ দিয়েছেন প্রতিভাবান ও জনপ্রিয় শিল্পী উত্তম ঘোষ, তালহা তালুকদার বাঁধন, রূপা দে, আমিরুল মোমিন মোমিন , প্রীতি দে, মেধা দত্ত, সৃষ্টি রায়, সরন মন্ডল, জাগরণ মন্ডল-সহ ভোলার আরও কয়েকজন কণ্ঠশিল্পী। তাঁদের অবদান গানটিকে স্থানীয়তার এক অনন্য মাত্রা দিয়েছে।
গানটির কথা ও সুর ভোলার মানুষের আবেগ ও ভালোবাসাকে তুলে ধরেছে। মেঘনা নদীর তীরে বসবাসকারী ভোলার মানুষের জীবন, সংস্কৃতি এবং রূপময় প্রকৃতি গানটির মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে ফুটে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির দ্রুত ছড়িয়ে পড়া প্রমাণ করে যে, এটি ভোলার মানুষের হৃদয় ছুঁয়েছে। এই গানটি ভোলাকে দেশব্যাপী নতুন করে পরিচিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এই সংক্ষিপ্ত প্রোমো ভিডিওটিই ভোলার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। মূল গান প্রকাশের আগেই প্রোমোটির এমন অভূতপূর্ব জনপ্রিয়তা প্রমাণ করে যে, গানটি ভোলার মানুষের হৃদয়ে গভীর প্রভাব ফেলছে। আশা করা যাচ্ছে, পূর্ণাঙ্গ গানটি প্রকাশিত হলে তা আরও বড় পরিসরে সাড়া ফেলবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news