ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, "শুধু বৃক্ষ রোপন করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছ গুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যাও করতে হবে।" এ সময় তিনি উপস্থিত নাগরিকদের ছাদ বাগানে রোপনের জন্য এবং বাড়ির আঙিনায় রোপনের জন্য প্রতিজনকে ৫টি করে ফলজ গাছ উপহার দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপন কর্মসূচীর সমন্বায়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, এবং সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ আরও জানান, পটুয়াখালী শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি শহরের সকল নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান এবং রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যার জন্য গুরুত্ব আরোপ করেন।
উল্লেখ্য, এই মাসব্যাপী কর্মসূচীর আওতায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হবে যা শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news