ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় সূচিত হলো। পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ২-০ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিলো টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো কোনো দলকে টেস্ট সিরিজে ধবলধোলাই করলো। প্রথমবারের মতো ২০০৯ সালে পূর্ণশক্তির ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়েছিল তারা।
সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় টেস্টেও বাংলাদেশ নিজেদের আধিপত্য ধরে রাখে। ১৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা।
বাংলাদেশের জয়ের পেছনে বড় অবদান রাখেন ওপেনার জাকির হোসেন ও সাদমান ইসলাম। দু'জন মিলে গড়েন ৫৮ রানের মূল্যবান জুটি, যেখানে জাকির ৪০ রান এবং সাদমান ২৪ রান করেন। এরপর নাজমুল হোসেন (৩৮ রান) ও মুমিনুল হক (৩৪ রান) দলের ভিত আরও শক্ত করেন। শেষদিকে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে সহজেই জয় নিশ্চিত হয়।
এই জয়ে বাংলাদেশ যেমন নতুন উচ্চতায় পৌঁছেছে, তেমনি পাকিস্তানের জন্য এটি বড় এক ধাক্কা। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে টেস্ট সিরিজে ধবলধোলাই হলো তারা। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।
এই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে বিশেষ একটি মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটি শুধু একটি সিরিজ জয় নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটে দৃঢ় অবস্থান তৈরির প্রমাণ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news