লালামোহনে জমি যবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোলা প্রতিনিধি

ভোলার লালামোহনে ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইউনির্ভাসিটি অফ প্রফেশনাল (বিইউপি)র ড্রাইভার হিসেবে কর্মরত মোহাম্মদ হোসেনের ভোগ দখলীয় জমি যবর দখল করে নিচ্ছে একটি ভূমিদস্যু চক্র। বাঁধাদিতে গেলে ভূক্তভোগীদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে গত ৯ অক্টোবর নিজ বাড়িতে সাংবাদ সম্মেলন করেছেন ক্যান্টনমেন্টে কর্মরত মোহাম্মদ হোসেনের স্ত্রী সালমা আক্তার। সংবাদ সম্মেলনে ভূক্তভোগীরা লিখিত অভিযোগে বলেন, ভোলার লালামোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের (হরিগঞ্জ) বাসিন্দা ও মিরপুর ক্যান্টনমেন্টে কর্মরত মোহাম্মদ হোসেন হরিগঞ্জ মৌজায় পৈত্রিক ও ক্রয় সুত্রে জমির মালিক হয়ে, জমির সকল কাগজ পত্র ঠিক রেখে, দীর্ঘ দিন যাবৎ ঘর-দরজা, পুকুর ও বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছিলো। গত ৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর মোহাম্মদ হোসেনের ভোগ দখলীয় জমি, পুকুর ও বাগান বাগীচার উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের মূল হোতা আবুল কালাম হাওলাদার, ভুট্টু হাওলাদার, ফজলু হাওলাদার, জাকির হাওলাদার, মিরাজ হাওলাদার, মহসিন হাওলাদার, আরিফ মোল্লাহ ও কামালসহ একটি প্রভাবশালী দখল বাণিজ্য সন্ত্রাসী চক্রের। এ চক্রের লোকেরা বিগত দিনে মোহাম্মদ হোসেনের ১০৬ বছরের বৃদ্ধ বাবা নুরুল ইসলাম কারী ও তার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। কোন ভাবেই এ পরিবারটিকে উৎখাত করতে না পেরে সাম্প্রতি সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের বাড়ির সামনের জমিতে জোড় পূর্বক দোকান নির্মানের কাজ শুরু করে। অন্যদিকে এ ভূমিদস্যু চক্রের সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের দীর্ঘ দিনের ভোগ দখলীয় বাগানের ৩ লক্ষাধিক টাকার গাছ ও পুকুরের মাছ লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীদের এসব অন্যায় কাজের বাঁধা দিতে এলে তারা মোহাম্মদ হোসেনের মা শরীফ জান বিবি ও তার ভাগিনা মামুনের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে। অন্যদিকে সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের স্ত্রী সালমা আক্তারকে লাঞ্চিত করে একাধিকবার। এ ব্যাপারে অসহায় ভূক্তভোগীরা লালমোহন থানায় একটি সাধারণ ডায়রী করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে সংবাদ সম্মেলনে জানান, সালমা আক্তার। তিনি আরো অভিযোগ করে বলেন, পরবর্তিতে তারা লালমোহন থানায় একটি আভিযোগ পত্র দাখিল করলেও পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি। অন্যদিকে সন্ত্রাসীদের করা পাল্টা মিথ্যা আভিযোগের ভিত্তিতে পুলিশ মোহাম্মদ হোসেনের পরিবারকে হয়রানী করে যাচ্ছে। তবে এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষ থেকে ভোলা পুলিশ সুপার বরাবরে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে উল্লেখিত সন্ত্রাসীরা প্রতিদিন মোটর সাইকেল বহর নিয়ে মোহাম্মদ হোসেনের পরিবারকে হুমকী ধামকি অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে আভিযোগ করেণ ভূক্তভোগীরা। তারা আরো জানান, সন্ত্রাসীদের এসকল দখল বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রমে নেপথ্যে সেল্টার দিচ্ছে, দুদকে কর্মরত প্রভাবশালী কর্মকর্তা মিজানুর রহমান কামাল ও স্থানীয় হান্নান মাষ্টার ও কালাম সরকার। স্থানীয় সূত্রে আরো জানাগেছে, গত ৮ অক্টোবর মোহাম্মদ হোসেনের ভাগিনা বোরহানউদ্দিন থেকে বাইক যোগে বাড়ি ফেরার পথে এ বিষটিকে কেন্দ্র করে উল্লেখিত ভূমিদস্যু সন্ত্রাসীরা মামুনকে গতিরোধ করে তার উপর বেপরোয়া হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তাকে লালামোহন হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। আরো জানাগেছে, উল্লেখিত সন্ত্রাসীরা মোহাম্মদ হোসেনের বাগান থেকে কয়েক লাখ টাকার গাছ কাটে এবং ওই গাছগুলো স্থানীয় হরিগঞ্জ বাজারের একটি স’মিলে ভাংগাতে দিয়ে, মোহাম্মদ হোসেনের পরিবারের সদস্যদের নামে লালমোহন থানায় একটি মিথ্যা আভিযোগ পত্র দাখিল করে। এলাকা ঘুরে আরো জানাগেছে, সন্ত্রাসীদের সেল্টার দাতা স্থানীয় হান্নান মাষ্টার ও কালাম সরকারসহ সন্ত্রাসী আবুল কালাম হাওলাদার, ভুট্টু হাওলাদার, ফজলু হাওলাদার, জাকির হাওলাদার, মিরাজ হাওলাদার, মহসিন হাওলাদার, আরিফ মোল্লাহ ও কামাল যখন যে সরকার ক্ষমতায় আসে তারা সে দলে যোগ দিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম করে রাম রাজত্ব কায়েম করে যাচ্ছে।

এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ অসহায় ভূক্তভোগী পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

Facebook
WhatsApp
Telegram
Twitter
LinkedIn
Email
Print

আরও পড়ুনঃ

দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত: ভূমিধসে ১ জন নিহত, ১০০+ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে ভূমিধস

মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া

ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, মূল আসামি গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলার

জন্মের পর কাঁচা রাস্তা,পাকা রাস্তা কি স্বপ্ন!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি স্বাধীনতার পাঁচ দশক

প্রধান সংবাদ

“দ্বীপের রানী ভোলায় আমরা করি বসবাস”: ভোলার মানুষের মুখে মুখে নতুন গান

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা

ভোলায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৩ হাজার ৭০০ জন

নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা

পটুয়াখালীর ২২ গ্রামে আগাম ঈদ উদযাপন, উৎসবে মাতোয়ারা গ্রামবাসী

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়

লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের রঙিন স্বপ্ন

জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের

মায়েদের উৎসাহিত করতে ভোলায় মা সমাবেশ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার

ডেস্ক রিপোর্ট বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া’র প্রধান নির্বাহী জেনসেন...

বেইজিংয়ে চীনা এআই মডেলকে ‘ওয়ার্ল্ড ক্লাস’ স্বীকৃতি দিলেন এনভিডিয়া সিইও জেনসেন হুয়াং

ডেস্ক রিপোর্ট আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সক্রিয় আগ্নেয়গিরির নতুন করে অগ্ন্যুৎপাত...

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে ফের আগ্নেয়গিরির উদগিরণ: ২০২১ সালের পর ১২তম বার, ঝুঁকিতে স্থানীয় জনপদ ও পর্যটন কেন্দ্র

ডেস্ক রিপোর্ট অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ চীনের ঐতিহাসিক মহাপ্রাচীরের পাদদেশে...

চীনের মহাপ্রাচীর থেকে বিনিয়োগ নীতির পক্ষে সাফাই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবেনিজের