তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৫৩ তম শাহাদাতবার্ষিকী সোমবার। ১৯৭১ সালের ২৮ অক্টোবর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা সূত্রের বরাতে জানা গেছে, ১৯৭১ সালের ২৮শে অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার ধলই ভারত সীমান্তে গ্রেনেড হামলা করে পাকিস্তানি বাহিনীর একটি আস্তানা গুঁড়িয়ে দেন বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান। সেখান থেকে ফেরার পথে পাকিস্তানি বাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
বিএনপি সরকারের সময়ে ধলই সীমান্তে ঘটনাস্থলে চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমানে স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধের তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প জানতে কমলগঞ্জের ধলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান জাদুঘরে নিয়মিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি-বিদেশি পর্যটক আসেন যাদুঘর ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্মরন করতে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news