তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী ৩ জন গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(১৬ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এসআই/জাকির হোসেন ও এসআই সুব্রত চন্দ্র দাস সহ পুলিশের দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং-৫০৫/২৪ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত কালাপুর ইউপির মাইজদিহি গ্ৰামের শেখ মোঃ আজাদুর রহমান এর ছেলে আসামি শেখ মোঃ রাশেদ আহমদ, জিআর ০৯/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত সদর ইউপির মুসলিম বাগ এলাকার-সাজু মিয়ার ছেলে বাছিরুল ইসলাম চয়ন, জিআর ৩১৫/২২ (শ্রীঃ) এর পরোয়ানাভুক্ত কালিঘাট রোডের মুসলিম বাগের বাসিন্দা মৃত আবু কাইয়ুম এর ছেলে আসামী মোঃ টিপু মিয়া (প্রাইভেট কার চালক) এদেরকে আটক করে থানা পুলিশ।
এবিষয়ে জানতে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদ্বয় বিভিন্ন মামলায় পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত। এদের পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news