মোঃ রাওফুল বরাত বাঁধন ঢালী। স্টাফ রিপোর্টার
রোজ শনিবার ১৬ নভেম্বর ২০২৪ ইং, জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ আমার অধিকার পার্টি কর্তৃক আয়োজিত প্রশাসন ও উপদেষ্টা মন্ডলী থেকে আওয়ামীলীগ পেতাত্বাদের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করাহয় সেখানে বরগুনা ২ আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন বাংলাদেশের উপর ভারতীয় শকুনের ছায়া দেখতে পাচ্ছি. যা অসুভ লক্ষণ, তিনি আরো বলেন প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামীলীগ এর পেতাত্বাদের খুঁজে বের করতে হবে. সে সাথে যারা এখন ও আছে, তাদে র দিকে প্রশাসনের বিশেষ টিমের নজর রাখা দরকার বলে আমরা মনে করি, কোনভাবেই অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া ঠিক হবেনা. গতো ১৬বছরের বাজারের সিন্ডিকেট কে ভেঙে দিতে হবে. নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে.
আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শওকত হোসেন তানজিলের সভাপতিত্বে শান্তি প্রিয় এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম. আরো বক্তব্য রাখেন জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান. গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান. দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন. বাংলাদেশ সার্বজনীন দলের সভাপতি আবুল হাশেম,
বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম সহ তারা বলেন আজকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে আন্দোলনের মাঠে আসার চেষ্টা করছে.আমরা আওয়ামী লীগকে ওপেন হতে দেব না এতে বিভিন্ন চোরা গুপ্ত হত্যা সহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হতে পারে বলে সুশীল সমাজের জনগণের ধারণা ।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news