তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাসা থেকে অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (২৭শে নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউপির নওয়াগাঁও এলাকার মো: আব্দুল বাছিত এর বসতবাড়ি থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।
সজল দেব জানান, সদর ইউপির নওয়াগাঁও আব্দুল বাছিত এর বাড়িতে ছোট বাচ্চারা সাপ দেখে আতঙ্কিত হয়ে চিৎকার করলে এসময় এলাকাবাসি দা, লাঠি ও কুচা নিয়ে সাপটিকে মারতে চেষ্টা করলে আব্দুল বাছিত এলাকাবাসিকে বাঁধা দেয়। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, ফাউন্ডেশনের পরিচালক সজল দেব যথাস্থানে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর রাতে অজগর সাপটিকে বন বিভাগের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news