জসিম রানা, ভোলা
ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হত্যাসহ একাধিক মামলার মোষ্ট ওয়ান্টেড আসামী আল-আমিন কর্তৃক দীর্ঘ বছর যাবৎ দখলে নেয়া একটি ইটভাটা অবশেষে অবমুক্ত হলো। বিগত আ’লীগ স্বৈর শাসনামলে ওই ইটভাটাটি ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগ সেক্রেটারী নিজ দখলে রেখে রমরমা বানিজ্য করেছিলেন বলে জানা গেছে। দীর্ঘদখলে থাকার পর অবশেষে এলাকাবাসী সেটিকে দখলমুক্ত করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।
সরেজমিন তথ্যানুসন্ধানে গেলে স্থানীয় এওয়াজপুরে প্রতিষ্ঠিত ওই ইটভাটার মালিক ব্যবসায়ী ইউনুছ আল মামুন গণমাধ্যমকে জানান,আ’লীগ জমানায় উক্ত ছাত্রলীগ নেতা আল-আমিন প্রভাব দেখিয়ে তার ইটভাটাটি নিতে চাইলে অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে পাঁচবছর মেয়াদী চুক্তিপত্রের মাধ্যমে তা দিতে বাধ্য হন। যার মেয়াদ ছিলো ২০২৭ইং সালের ৫ মে পর্যন্ত। ওই চুক্তির পাঁচ নম্বর শর্তের একাংশে লিখা রয়েছে যে,ভাড়াটিয়া ইটভাটার নির্ধারিত ভাড়া না দিলে মালিক পক্ষ তা ফেরত নিতে পারবেন। কিন্তু ছাত্রলীগ সেক্রেটারী আল-আমিন শর্তানুযায়ী ভাড়া না দিয়ে ইটভাটি চরফ্যাশনের অপর ব্যবসায়ী সায়েম মালতিয়ার কাছে আরেকটি চুক্তির মাধ্যমে অবৈধভাবে ভাড়া দিয়ে পাঁচ আগষ্টের পর আত্মগোপনে থাকেন। ফলে গত দুই সপ্তাহ পূর্বে বেদখলে থাকা ওই ইটভাটাটি প্রকৃত মালিক পক্ষ স্থানীয় গণ্যমান্যদের সহযোগিতায় বুঝে নেন। বিষয়টি ভোলা জেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সভাপতি মো: রাইসূল আলমের টেবিল পর্যন্ত গড়ায়। বর্তমানে ওই ব্রিকফিল্ডটির মালিক তার ভাই ইউনুছ আল মামুন মো: এনায়েত হোসেনের কাছে বিক্রি করে দেয়ার পর সেটি এখন সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: রিয়াদ সিকদারের তত্বাবধানে পরিচালিত হচ্ছে। এবিষয়ে ব্যবসায়ী রিয়াদ সিকদার গণমাধ্যমকে জানান, জোরজবরানে ইটভাটাটি দখলের পর ছাত্রলীগের ওই নেতা তৎসংলগ্ন মসজিদের নামীয় প্রায় দুই একর জমি দখল করে তা থেকে মাটি লুটে ইট বানাচ্ছিলেন। মসজিদটির মোতাওয়াল্লী নুরুল ইসলাম বাচ্চুমিয়া সাংবাদিকদের জানান,ক্ষমতার দাপট দেখিয়ে ছাত্রলীগের এই নেতা দীর্ঘ বছর যাবৎ মসজিদের জমিটি দখল করে মাটি লুট করায় ঈমাম-মোয়াজ্জিনের বেতন দেয়া এবং মসজিদের উন্নয়নকাজ করা সম্ভব হয়নি। এলাকার শ্রেনীপেশার মানুষ জানান, পেশীশক্তির দাপটে ছাত্রলীগের ওই নেতা গ্রামের বহু নিরীহ মানুষের জমি দখল করে সেখানকার মাটি লুটে ব্রিকফিল্ডে নিয়ে ইট তৈরী করতেন। এভাবেই নিরীহ মানুষের জমিতে ভূমিদস্যুপনা চালিয়ে লুটে নেয়া মাটির তৈরী ইট বিক্রি করে ছাত্রলীগের এনেতা খুব অল্পদিনেই কোটিকোটি টাকার মালিক বনে গেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগ সেক্রেটারী আল-আমিন চরফ্যাশনের চাঞ্চল্যকর ছাত্রদল সভাপতি আব্দুর রজ্জাক হত্যাসহ একাধিক ভয়ঙ্কর অপরাধ মামলার ওয়ান্টেড আসামী।
৫ আগষ্টের ঐতিহসিক পটপরিবর্তনের পর থেকেই ছাত্রলীগের এনেতা এলাকা ত্যাগ কর আত্মগোপনে রয়েছেন বলে সেখানকার থানা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ সেক্রেটারী আল-আমিনের সাথে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করছেননি।
- নিউজ ডেস্ক
- ডিসেম্বর ১১, ২০২৪
- ১:০২ অপরাহ্ণ
ভোলায় চরফ্যাশনে ছাত্রলীগ সেক্রেটারীর দখল করা ইটভাটা অবমুক্ত
সংবাদটি শেয়ার করুনঃ
আরও পড়ুনঃ
ডেস্ক রিপোর্ট দক্ষিণ কোরিয়ায় টানা ভারী বর্ষণে ভূমিধস
ডেস্ক রিপোর্ট বিশ্ব মুদ্রাবাজারে মার্কিন ডলার
ডেস্ক রিপোর্ট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলা
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজার জেলার
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি স্বাধীনতার পাঁচ দশক
জসিনুর রহমান জেলা রিপোর্টার নীলফামারী আজ বুধবার (১৬
প্রধান সংবাদ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি সম্প্রতি “আমরা
নকলমুক্ত পরিবেশে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন সারা
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায়
জলবায়ু সংকট মোকাবিলায় সূর্যমুখী চাষ: কৃষি অভিযোজনের
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি বৃক্ষরোপণে বিশেষ
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলা সদর উপজেলার
মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি ভোলার দৌলতখানে