এম,এ,মান্নান,নিয়ামতপুর(নওগাঁ)
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বটতলী দারুল উলুম দাখিল মাদ্রাসায় জনতার এম,পি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর দলের কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন যেহেতু বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল তাই কৃষককে সম্মানিত করায় আমাদের মূল উদ্দেশ্য। এ কারনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।বাংলাদেশ যে অবস্থানে আছে তাতে তারেক রহমানের বিকল্প নেই।
জনাব তারেক রহমান বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি,এন,পি কোন উশৃংখল নয় আমার বিশ্বাস।আপনারা দেশের মধ্যে কোন অরাজগতা সৃষ্টি করবেন না।আমার বিশ্বাস আমার বাংলাদেশের জনগন আমার কথা রাখবেন এবং বিশ্বাস।
সমাবেশে উপস্থিত ছিলেন জনতার এমপি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, ২০১৮ এর বি,এন,পি মনোনিত প্রার্থী ছিলেন,নিয়ামতপুর উপজেলার নব নির্বাচিত সাধারন সম্পাদক, জনাব মোঃ ফিরোজ দুলু-নওগাঁ জেলার কৃষক দলের সদস্য সচিব,জনাব মোঃ ইসাহাক আলী-নব নির্বাচিত সিনিয়র সভাপতি, জনাব মোঃ নুরুল ইসলাম -শ্রীমন্তপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি, জনাব মোঃ আকতার হোসেন ভূলু-ওর্য়াড সভাপতি, জনাব মোঃ নবিজুল ইসলাম এছাড়া ও বিভিন্ন সংবাদ মাধ্যম, স্থানীয় নেতা-কর্মী গন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news