মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী, এ স্টাফ রিপোর্টার,
নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘাতক ট্রাক বসনবাড়িতে ঢুকে পড়ে, এঘটনায় ট্রাকের নিচে আটক পরে ঘুমন্ত দাদী ও নাতি। পুরো দেড় ঘন্টা অভিযান চালিয়ে জীবিত অবস্থায় নাতি আব্দুল্লাহ কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদীমা নূরি বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এমন ঘটনাটি ঘটেছে গত সোমবার (১৩ জানুয়ারি) ভরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে। জানা যায়, ওই এলাকার মোঃ সাগর হোসেন স্ত্রী সহ ঢাকায় থাকেন কাজের সুবাদে। মহাসড়কের পাশে একটি টিনের চালা ঘরে সাগরের মা নূরী বেগম ও তিন বছর বয়সী সাগরের ছেলে আব্দুল্লাহ থাকেন। সোমবার ভোরে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ও স্থানীয় লোকজন অভিযান চালায়। প্রায় দেড় ঘন্টা পর অভিযান চালিয়ে নাতি আব্দুল্লাহ কে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে দাদী নুরী বেগমকে প্রায় ৪ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় লালমনিরহাট বুড়িবাড়ি মহাসড়কে প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায়, হাতীবান্ধা থানার (ওসি) মাহমুদুন-নবী বলেন , শিশু আব্দুল্লাহকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নূরী বেগমকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘাতক ড্রাইভার ও চালক কে আইনের আওতায় আনার আহবান জানান এলাকা বাসি।