ভোলা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে কাউন্টার মিথ্যা মামলা দিয়ে অভিযোগ থেকে বাঁচার চেষ্টা চালাচ্ছে আসামীরা। উল্লেখ্য চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়নের চর নুরুল আমিন ৩নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অন্তঃসত্ত্বা নারী সহ ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দুলারহাট থানায় মোঃ জুুয়েল বাদী হয়ে মোঃ মফিজ বেপারীসহ ১৩জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এরপর হতে আসামীরা এক অদৃশ্য ইশারায় ধরাছোয়ার বাইরে থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে বলে আভিযোগ করেছেন পূর্বের মামলার বাদী মোঃ জুয়েল। অন্যদিকে আসামীরা একটি মিথ্যা নাটকীয় ঘটনা সাজিয়ে বাদী জুয়েলদের পরিবারের ১১জনকে আসামী করে আদালতে একটি কাউন্টার মিথ্যা মামলা দায়ের করে। মামলা নং- সিআর-১০৯/২৫ইং, বাদী মোঃ খলিলুর রহমান। জানাগেছে, জুয়েলদের করা মামলা থেকে বাঁচার জন্য এ পদক্ষেপ নেয় মফিজসহ অন্য আসামীরা। পূর্বের মামলার বাদী জুয়েলদের করা সংবাদ সম্মেলন ও থানার অভিযোগ সূত্রে জানাগেছে। ওই এলাকার মোহাম্মদ আলী চর নুরুল আমিন মৌজায় ৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলো। কিছুদিন পূর্বে ওই জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যূ চক্রের মূল হোতা আওয়ামীলীগ সমর্থিত মফিজ বেপারী, মোঃ ফজলু ও মোঃ সোহাগ গংদের। বিগত দিনে এ চক্রের লোকেরা মোহাম্মদ আলীকে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতবস্থায় মোহাম্মদ আলী আদালতে একটি মামলা করলে আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা জারি করেণ। গত ৫ ফেব্রুয়ারী আদালতের এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মফিজ, ফজলু ও সোহাগের নেতৃত্বে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদ আলীর ভোগ দখলীয় জমিতে জোড় পূর্বক প্রবেশ করে জমিটি যবর দখল করার চেষ্টা চালায়। এসময় মোহাম্মদ আলীর স্বজনরা সন্ত্রাসীদের বাঁধা দিতে এলে সন্ত্রাসীরা অন্তঃসত্ত্বা নারীসহ ৬জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম কর। উল্লেখ্য এসময় সন্ত্রাসীরা নারীদের শ্লীলতাহানী ও তাদের পরণে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে দুলার হাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news