মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলা সদর উপজেলার মধ্য বাপ্তায় যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মো. নাজিম উদ্দিন (৪০) নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট ছাব্বির, স্টাফ অফিসার অপারেশন, এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত নাজিম উদ্দিনকে আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।