তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় উদ্যান লাউয়াছড়া বন থেকে লোকালয়ে বেরিয়ে আসা একটি চিত্রা হরিণ স্থানীয়দের হাতে ধরা পড়ে। পরে স্থানীয়দের হাতেই বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন। শনিবার (১লা মার্চ) বিকালে বন থেকে দলছুট একটি চিত্রা হরিণ কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের গন্ডামারা এলাকার রাজা মিয়ার বাড়িতে ধরা পড়ে। বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে অবগত করলে বন বিভাগের দলকে চিত্রা হরিণটি হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খাঁন।
স্থানীয়দের বরাত দিয়ে জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত দু'দিন আগে আগুন লাগে হয়তো আগুনের তাপের কারণে বন থেকে লোকালয়ে বেরিয়ে এসেছে। আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েকদিনে অতিরিক্ত পর্যটক বনে প্রবেশ করার কারণে বন থেকে প্রচুর বন্য প্রাণী বাহিরে চলে আসছে। এসব কারণে তাদের ধারণা অন্য প্রাণীদের মতো হরিণটি লোকালয়ে চলে এসেছে। পরে স্থানীয় বাসিন্দারা হরিণটিকে আটক করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করে দেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news