এম,এ,মান্নান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় খয়রাতি চাল বিতরণে এবার রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, প্রকৃত প্রাপ্যদের তালিকা নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো ধরনের পক্ষপাত ছাড়াই চাল বিতরণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগের তুলনায় এবার সহায়তা বিতরণ আরও নিয়মতান্ত্রিক ও ন্যায্যভাবে হচ্ছে। এক সুবিধাভোগী বলেন, "আগে অনেক সময় রাজনৈতিক পরিচয়ের কারণে অনেকে সুবিধা পেতেন, কিন্তু এবার আমরা প্রকৃত গরিবরা এই চাল পাচ্ছি, যা সত্যিই আমাদের জন্য উপকারী।"
স্থানীয় ইউ,পি সদস্য জনাব মোঃ আনিছুর রহমান বলেন আমি চায় প্রকৃত যারা খয়রাতি চাল পাওয়ার যোগ্য তাদেরকেই দেয়া হোক।রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে যেন আমার ৮নং ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষ এ প্রনোদনা পায় তাহলে আমি নিজে নিজেকে গর্বিত মনে করব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চাল বিতরণে যেন কোনো দুর্নীতি বা অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সরকারের সহায়তা কার্যক্রমে জনআস্থা বাড়াবে এবং প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, "আমরা চাই, সরকারি ত্রাণ প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছাক। এজন্য কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।"
এ ধরনের উদ্যোগ চালু থাকলে এবং নিয়মিত নজরদারি করা হলে ভবিষ্যতে সরকারি ত্রাণ সহায়তা আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news