মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী, এস্টাফ রিপোর্টার।
লালমনিরহাটের বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রাম রেলপথ অবরোধ কর্মসূচী পালন। সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নের্তৃবৃন্দসহ এলাকাবাসী বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩ টা থেকে৪,৩০ মোট দেড় ঘন্টা এ অবরোধ কর্মসূচী পালন করে।
এ সময় বগুড়া শান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলওয়ে স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় এক ঘন্টা দাঁড় করে রাখে।
জানা জায়। লালমনিরহাট-টু বুড়িমারী রেল রুটে কয়েকদফা রেলপথ অবরোধ ও ট্রেন আটক করে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে সরাসরি চালু করার দাবি করে স্থানীয়রা। এ আন্দোলনের কারনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্ররুয়ারি ও পরে আবারো ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করে। সে অনুযায়ী বুড়িমারী রেলওয়ে স্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীতে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তঃনগর ট্রেনটি চালু না করায় আবার অবরোধ করে স্থানীয়রা। অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহ সভাপতি এ টি জে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান। ও সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক এবং প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ ও সাংবাদিক আব্দুস সামাদ আন্তনগর ট্রেন সমন্বয়ক পাটগ্রাম বুড়িমারী । অবরোধ চলাকালীন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক আগামী ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
বাউরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম বলেন, আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেলপথ অবরোধ করেন স্থানীয় লোকজন। পরবর্তীতে রেলকর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল চালু করার কথা দিলে অবরোধ তুলে নেয় । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news