মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর দুমকির লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম "পটুয়াখালী সেনানিবাস" করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজের পর পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরাম এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে (পাগলার মোড়) এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সর্বস্তরের শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন দুমকি উন্নয়ন ফোরামের সভাপতি ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকীর সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরিফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরিফ এবং জমিদাতা সদস্যসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গত ১০ মার্চ পটুয়াখালীর লেবুখালী সেনানিবাসের নতুন নামকরণ করা হয় "বরিশাল সেনানিবাস", যা পটুয়াখালীবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা বলেন, সেনানিবাসটি পটুয়াখালীতে অবস্থিত হওয়া সত্ত্বেও বরিশালের নামে নামকরণ করায় জেলার সাধারণ জনগণ, নাগরিক সমাজ ও সিনিয়র সিটিজেনরা সরকারের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ।
বক্তারা হুঁশিয়ারি দেন যে, আগামী এক সপ্তাহের মধ্যে সেনানিবাসের নাম পরিবর্তন করে "পটুয়াখালী সেনানিবাস" করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news