মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামে এক অটোরিকশা চালকের মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল গাজী দীর্ঘদিন ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে চলাচলকারী ছাত্রীসহ বিভিন্ন বয়সী নারীদের উত্ত্যক্ত করতেন এবং অশালীন অঙ্গভঙ্গি করতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি একই আচরণ করলে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধর করে এবং মাথা ন্যাড়া করে দেয়।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news