জসিনুর রহমান নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় টেংগনমারী বাজারে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন, রশিদুল ইসলাম(৪৫) নামক এক মাদককারবারী।
গতকাল ১৬ মার্চ (শনিবার) রাতে পৌরসভার কাজির হাট পন্তা পাড়া নামক এলাকায় ৬নং ওয়ার্ড থেকে আসামি কে গ্রেফতার করে জলঢকা থানা পুলিশ। গ্রেফতারকৃত রশিদুল উপজেলার খালিশা খুটামারা খামাত পাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
ঘটনার সূত্রে জানা যায়, গত বুধবার ১২ মার্চ রাতে উপজেলার টেংগনমারী বাজারে রহমতুল্লাহ নামে এক কসমেটিক্স ব্যবসায়ীকে মিথ্যে অপবাদ দিয়ে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসাতে তার দোকানে গোপনে ৫০ পিঁছ ইয়াবা ট্যাবলেট রেখে চলে যায় ঐ মাদক কারবারি রশিদুল ইসলাম। যা সিসি টিভির ফুটেজে দেখা গেছে। তারপর কে বা কাহারা পুলিশ কে খবর দেয়। পুলিশ টেংগনমারী বাজারে গিয়ে ঐ ব্যবসায়িকে গ্রেফতার করতে গেলে জনগণের তোপের মুখে পড়ে জলঢাকা থানা পুলিশ। পরে এলাকার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সাপেক্ষে ঘটনায় ভুক্তভোগী দোকানদার ও থানা পুলিশের ভুল বোঝাবুঝির অবসান ঘটে। এবং ভুক্তভোগী থানায় এসে মাদক কারবারীর নামে মামলা করে।
সেই মামলার সূত্র ধরে পুলিশ গতকাল অভিযুক্ত রশিদুল কে আটক করতে সক্ষম হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news