জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
নীলফামারী কিশোরগঞ্জ পুটিমারী ইউনিয়নের মন্থনা নামক স্হানে মঙ্গলবার(১৮/৩/২৫) বিকেল ৩ ঘটিকার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হাড়িয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে এ্যাম্বুলেন্সে থাকা ড্রাইভার সহ চার জন গুরুতর আহত হয়েছেন।
আহত ব্যাক্তিরা হলেন নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার স্হানীয় বাসিন্দা বাবুল হোসেন (৬৫),নুরজামাল(৫০),মুছা(৫০) এবং লাশবাহী এ্যাম্বুলেন্সের ড্রাইভার রনি(৩০)
পারিবারিক সুত্রে জানা যে,আজিজার রহমান (৮০)দীর্ঘদিন নিজ বাড়িতে অসুস্থ থাকায় তাহার উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (১৮-৩-২৫) সকাল ১০টার দিকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় অদ্য দুপুর ২ টার দিকে চিকিৎসক আজিজার রহমানকে মৃত্যু ঘোষণা দিলে।মৃত্যু আজিজার রহমান কে নিজ বাড়িতে এ্যাম্বুলেন্সে নিয়ে আসার পথিমধ্যে এ ধরনের ঘটনা ঘটে।
মৃত্যু আজিজার রহমান সদরের ইটাখোলা ইউনিয়নের মজিবার পাড়ার মৃত্যু নাজির উদ্দিনের ছেলে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান যে আহত ব্যাক্তিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news