ভোলা প্রতিনিধি।।
ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চর টিটিয়া ৫নং ওয়ার্ডে নিজের জমি ভোগ দখল করতে গিয়ে দীর্ঘদিন যাবৎ নানা ধরনের জুলুম নির্যাতনের শিকার হচ্ছেন এক দিন মজুর। হাসপাতালে ভর্তি ভূক্তভোগীদের অভিযোগ সূত্রে জানাগেছে, ওই এলাকার মৃত শাহাদাত আলীর ছেলে মোঃ ফিরোজ চর টিটিয়ায় পৈত্রিক ও ক্রয় সূত্রে জমির মালিক হয়। কিন্তু সে জীবিকার তাগিদে প্রায় ৩০ বছর যাবৎ ঢাকায় থাকার কারণে ওই জমিগুলো ভোগ দখল করতে পারেনি। এ সুযোগে ওই এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্রের মূল হোতা জয়নাল আবদীনের ছেলে জাফর ইকবালের লোলুপ দৃষ্টি পরে ফিরোজের জমির দিকে। ফিরোজ দীর্ঘ বছর পর ঢাকা থেকে নিজ এলাকায় এসে দেখে তার সম্পত্তিগুলোর বেশীর ভাগই জোর পূর্বক সন্ত্রাসী জাফর ইকবাল জবর দখলে নিয়ে গেছে। এর প্রতিকারের জন্য দিনমজুর ফিরোজ এলাকার গন্যমান্যদের পেছনে পেছনে দীর্ঘদিন যাবৎ দৌড়ঝাপ করলেও তার ভাগ্যে কোন প্রকার সুফল মেলেনি। সন্ত্রাসী জাফর ইকবাল ফিরোজের সকল জমিগুলো জবর দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমনকি জাফর ইকবাল ফিরোজ ও তার পরিবারকে এলাকা ছাড়া করার জন্য একাধিকবার তার উপর হামলা চালায়। স্থানীয় সূত্রে জানাগেছে, জাফর ইকবালের ঘরের পেছনের জমির মালিক ফিরোজ। অন্যদিকে ফিরোজের ঘরের পেছনের জমির মালিক অন্য লোক। গত কয়েকদিন যাবৎ ফিরোজ তার বাথরুম বানানোর জন্য তার প্রকৃত জমিতে মাটি কেটে সেফটি ট্যাংকি নির্মান কাজ শুরু করে। এ দৃশ্য দেখে তেলে বেগুনে জলে ওঠে অভিযুক্ত জাফর ইকবাল। ১৮মার্চ সকাল সারে ৭টার দিকে ফিরোজের বাথরুমের কাজ বন্ধ করার জন্য জাফর ইকবাল হুমকি দিতে থাকে। এসময়ে উভয়ের বাকবিতন্ডের এক পর্যায় জাফর ইকবাল ও তার স্ত্রী রুবিনা বেগম ফিরোজ ও তার স্ত্রী মায়া বেগমের উপর হামলা চালিয়ে তাদেরকে গুরুতর জখম করে। পরে স্থানীয়ারা তাদের উদ্ধার করে প্রথমে লালমোহন হাসপাতালে ভর্তি করেণ। পরে কর্তব্যরত ডাক্তার তাদের অবস্থার অবনতি দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেণ। বর্তমানে তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন । এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে। এমতাবস্থায় তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ, দিনমজুর ফিরোজ ও তার পরিবার।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news