তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দৈনিক রূপালী বাংলাদেশ এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য শাহজাহান মিয়ার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ১৮ই মার্চ রাত সাড়ে ৯ টার দিকে সদর হাসপাতাল জামে মসজিদের সম্মুখে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে সাংবাদিক শাহজাহান বের হন। তখন মসজিদের বাহিরে ওৎ পেতে থাকা মাস্ক পরিহিত ৮/১০ জন যুবক হঠাৎ কোনকিছু বুঝে উঠার আগেই শাহজাহানের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে রাস্তায় ফেলে চলে যায়।
তবে কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আমরা হাসপাতালে গিয়ে উনাকে দেখে এসেছি এবং যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news