জসিনুর রহমানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত :
নীলফামারী সড়ক পরিবহণ মালিক গ্রুপের অবৈধ কমিটি বাতিলের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে
গ্রুপের একাংশ।
বুধবার (১৯ মার্চ) বিকেলে জলঢাকা বাস টার্মিনালে সড়ক পরিবহণ মালিক গ্রুপের ব্যানারে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, গ্রুপের সহ সাধারণ সম্পাদক ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট। এ সময় সহ-সভাপতি মোফাখারুল ইসলাম সঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, সড়ক সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন সহ অনেকে উপস্থিত ছিলেন।
এতে বলা হয়, আওয়ামীলীগ সরকারের পতনের পর গত বছরের ২৬আগষ্ট নিয়ম অনুসারে ১৩সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এদিকে গত ১৭মার্চ ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে বিশেষ সাধারণ সভা করে ওইদিন সভা থেকে নতুন একটি কমিটি গঠন করা হয়। যেখানে আরেফ রব্বানী সভাপতি ও আবুল হাসনাত রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এই কমিটি বৈধ নয়। এভাবে কমিটি গঠন হতে পারে না। অতিসত্বর এই অবৈধ কমিটি বাতিল করা না হলে
কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়।
জসিনুর রহমান জলঢাকা নীলফামারী।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news