নলছিটি প্রতিনিধি,অরবিন্দ পোদ্দার
ঝালকাঠির নলছিটিতে টানা ৩ দিন পর সুগন্ধা নদীতে ভেসে উঠেছে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া শিশু রায়হান'র লাশ।
২১ মার্চ শুক্রবার ভোর সারে ৬টার দিকে লোকজন দপদপিয়ার লঞ্চঘাটের পন্টুনের পাশে একটি লাশ ভাসতে দেখে ৯৯৯ এ ফোন করেন। লাশ ভেসে ওঠার খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ এসে রায়হানের মরদেহটি উদ্ধার করে।
উল্লেখ্য গত ১৮ মার্চ নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকার সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৫ এর ধাক্কায় একটি নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ১০ বছরের শিশু রায়হান নিখোজ হয়।
শিশু রায়হান মল্লিক একই এলাকার আলতাবের সাথে মাছ ধরা দেখতে গিয়েছিলো। আলতাব নৌকা ডুবে যাওয়ার পর সাতরে তীরে উঠতে পারলেও রায়হান উঠতে পারেনি।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে মৃত রায়হানের বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন।এসময় সন্তানের লাশ দেখে মা-বাবার আহাজারী এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি করে। বরিশাল নৌ পুলিশ লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news