তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ৩নং মুন্সিবাজার ইউনিয়নে আলোচিত হত্যা মামলা (মামলা নং- ০৩/১৭০,০৮/১২/২৪ইং আসামী সৈয়দ আজাদ আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ এর অভিযানে মিশ্রাব খান হত্যা মামলার এজাহার নামীয় ৪নং আসামি সৈয়দ আজাদ আলী(৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৯ সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প, মৌলভীবাজার এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার ২১শে মার্চ দিবাগত রাত দেড় টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামের জৈনক ছালিক মিয়ার বসত ঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সৈয়দ আজাদ আলী রাজনগর উপজেলার সোনাটিকি (সুপ্রাকান্দি) গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে রাজনগর থানায় হস্তান্তর করেছে র্যাব-৯।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামি আজাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন রাজনগর থানার ওসি।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news