মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলায় নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোলা পৌর কিচেন মার্কেটের ছাদে আয়োজিত এই মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ ট্রুম্যান। অনুষ্ঠান মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক বাসির হাওলাদার ও মোঃ কবির হোসেন,ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসিব আলম রবিন চৌধুরী এবং জিজেইউএস-এর চেয়ারম্যান জাবির হাসনাইন ডিকেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এবং সঞ্চালনায় করেন পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ মোস্তফা কামাল।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-পরিচালক আহসানউল্লাহ।
জিজেইউএস প্রতি বছরই এই ধরনের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে থাকে, যাতে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ একত্রিত হতে পারেন এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে ভোলার বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news