আবুবকর সিদ্দিক,কয়রা উপজেলা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা থানার জোড়শিং পাতাখালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছে। গত ইং ২১/০৩/২০২৫ তারিখ বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জোড়শিং পাতাখালীর জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক, দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী আব্দুল্লাহ মল্লিকের দোকানের পিছনের মাটি অবৈধভাবে কাটিতে থাকিলে বাধা প্রদান করিলে মারপিটসহ হুমকি ধামকি প্রদান করিলে আব্দুল্লাহ মল্লিক বাদী কয়রা থানায় একটি জিডি করেন, যাহার জিডি নম্বর ৩১, তারিখ ০১/০৬/২০২৪।
সেই সুত্র ধরে গত ইং ২১/০৩/২০২৫ তারিখে ইফতারে যাওয়ার প্রাক্কালে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর মল্লিক, অজিয়ার মল্লিক, আলামিন মল্লিক, মাকছু মল্লিক, নুরুল্লাহ মল্লিক, দেলোয়ার মল্লিক সহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র শস্ত্র দা, চাইনিজ কুড়াল, শাবল, লোহার রড লইয়া জাহিদুল মল্লিক, আব্দুল্লাহ মল্লিক, হাবিবুর মল্লিক, কাদের মল্লিকদের ওপর ব্যাপক চড়াও হয়ে দায়ের কোপে জাহিদুল মল্লিকের ৫ টি দাত ফেলে দেয়, চাইনিজ কুড়ালের কোপে হাবিবুর মল্লিকের ৪ টি আঙ্গুল কেটে যায়, দায়ের কোপে আব্দুল্লাহ মল্লিকের ৩টি আঙ্গুল কেটে যায় ও লোহার রডের আঘাতে কাদের মল্লিকের কানে আঘাতপ্রাপ্ত হয়ে কানে না শোনাসহ কোমরে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন গুরুতর আহতদের নিয়ে জায়গীরমহল হাসপাতালে লইয়া যান, জাহিদুলের অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এ ব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম ইমদাদুল হক বলেন, মারপিটের ঘটনা জেনেছি। এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news