জসিনুর রহমান জলঢাকা নীলফামারী:
জলঢাকায় ঈদকে সামনে রেখে আসন্ন ঈদুল ফিতরের শুরু হয়েছে আগাম কেনাকাটা। সমবার ২৩-০৩-২৫ ইং
জলঢাকা পৌর মার্কেটসহ বিভিন্ন কাপরের দোকান ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে,এবং আনন্দে ক্রেতারা কেনাকাটা করছে।
বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে কাপর, সু, কসমেটিকসসহ বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। বিশেষ করে শিশু-কিশোরদের পোশাকের প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে এবং তারা খুশি মনে কেনা কাটা করছে।এবং ক্রেতারা তাদের পছন্দের পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করছেন।
ক্রেতাদের মতে, বাজারে দাম কিছুটা বেশি হলেও নতুন পোশাকের ও পছন্দের পোশাক কিনতে তারা আগেভাগেই বাজারে এসেছেন। অন্যদিকে, ব্যবসায়ীরা আশা করছেন, ঈদ যত ঘনিয়ে আসছে,ক্রেতাদের কেনাকাটারপরিমাণ আরও উৎসবমুখর ভাবে বারছে।
এদিকে,জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মো:সাজ্জাদ ভাই কে জিজ্ঞাসা করলে তিনি জানান ঈদুল ফিতর ঘিরে আমার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে। পুলিশের টহল টিম বৃদ্ধি সহ নজরদারির মাধ্যমে ক্রেতাদের নিরাপদ কেনাকাটার ব্যবস্থা করা হয়েছে।
সেই সাথে বাজারে বাজারে সিসিটিভির ও ব্যবস্থা করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news