তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের একটি একাডেমিক ভবনে এখনও আওয়ামী লীগের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের নাম থাকতে দেখে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
মঙ্গলবার (২৫শে মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। কলেজের একটি ভবনে এখনও সাবেক মন্ত্রীর নাম প্রদর্শিত হওয়ায় উষ্মা প্রকাশ করে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষকে ফ্যাসিষ্ট সরকারের সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দেন তিনি।
এ ব্যাপারে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আব্দুস সবুর বলেন, কলেজ পরিদর্শনকালে একাডেমিক ভবনে সাবেক মন্ত্রীর নাম নজরে আসলে এসময় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নাম মুছে ফেলার নির্দেশনা দেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী একাডেমিক ভবন থেকে সাবেক মন্ত্রীর নাম মুছে ফেলতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের আগে উপজেলা প্রাণিসম্পদ অফিস, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, আগরআতর প্রকল্প ও বাহাদুরপুর চা বাগান পরিদর্শন করেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news