আবু মাহাজ,ভোলা।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান।
আজ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বিভিন্ন এতিমখানায় রমযান উপলক্ষে খেজুর বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন এতিমখানা থেকে আগত শিক্ষক প্রতিনিধি এবং এতিমখানার ছাএ বৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান উজ্জামান বলেন, মাহে রমজান উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানার প্রায় ২৫ টি প্রতিষ্ঠানে ৫-৭ কেজি করে খেজুর বিতরণ করা হয়েছে।
এতিমখানার ছাত্রদের ইফতারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেজুর বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দপ্তরের নাজির মোঃ মনির হোসেন, বোরহানউদ্দিন প্রেসক্লাব সদস্য সাংবাদিক মহিউদ্দিন আজিম, উপজেলা পিআইও দপ্তরের সোহরাব হোসেন সহ আরও অনেকে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news