মমতা আনিসুর রহমান,চরফ্যাশন প্রতিনিধি
দক্ষিণ আইচার চর আইচা মাধ্যমিক বিদ্যালয় ও দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৫ ইং শান্তি পূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
১৫৪ নং কেন্দ্রে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫২৭জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন অনুপস্থিত হয়ে ৫১৬ জন এস এস সি
অংশগ্রহণ করছে। অপরদিকে ৮৫৪নং কেন্দ্রে দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন পরিক্ষার্থীর মধ্যে ১৮জন অনুপস্থিত হয়ে ৩৩২জন দাখিল পরিক্ষায় অংশ গ্রহণ করেন। কোরআন পরীক্ষা চলাকালে কেন্দ্রটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে ৮৫৪ নং কেন্দ্র সচিব মাওলানা মোঃ আবুল বশার হেলালী এই বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবিরের তদারকিতে
দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসায় কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার বাংলা ১ম পত্র ও পরীক্ষা চলাকালে কেন্দ্রটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহিদউল্ল্যাহ জানান, সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সার্বক্ষণিক তদারকি ও প্রধান গেইটে ফেস্টুন টানানো হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news