মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
ভোলা সদর হাসপাতালে এক স্ট্রোকজনিত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন ও হাসপাতালের ডাক্তারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হেনস্তার ঘটনা ঘটেছে। নিহত রোগীর স্বজনদের অভিযোগ, রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করার পরও তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করা হয়, যার ফলে তার মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. নাইমুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রোগীর স্বজনরা বিক্ষোভ করেন এবং তার ওপর হামলা চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে ভোলা সদর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডা. নাইমুল হাসানকে তাদের সঙ্গে নিয়ে যায়।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ইসলাম জানান, "আমাদের হাসপাতালে ডাক্তার সংকট রয়েছে। তাই অনেক সময় একজন চিকিৎসককে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। স্ট্রোকের রোগীটি রাত ১২টা ৩০ মিনিটের দিকে আনা হলে ডা. নাইমুল হাসান জরুরি চিকিৎসা দেন এবং পরে নামাজে চলে যান।"
তিনি আরও বলেন, “রোগীর স্বজনদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি। আগামীকাল সকালে বিষয়টি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। তদন্তে যদি ডাক্তার কর্তৃক অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় হাসপাতাল ও এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও রোগীর স্বজন ও সাধারণ মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news