নলছিটি প্রতিনিধি,অরবিন্দ পোদ্দার
ইতিহাস, ঐতিহ্যের বাঙালী সংস্কৃতির বিশেষত্ব ধারন করে ঝালকাঠির নলছিটিতে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩২।
নতুন বছরকে বরন করেনিতে নলছিটিতে উপজেলা প্রশাসন বর্ষবরন উৎসবের আয়োজন করে।
১৪৩২ বঙ্গাব্দের ১লা বৈশাখ সকাল সারে ৯টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে উৎসবের সূচনা করা হয়।
আনন্দ শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হয়। নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলামের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিরা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরারা।
আনন্দ শোভাযাত্রায় শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যবাহী পালকি, কুলা, ঘুড়ি, গামছা নিয়ে অংশগ্রহণ করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সুবিদপুর ইউনিয়নের শিল্পী সংঠনের শিল্পীরা দেশীয় সংগীত ও কবিতা আবৃত্তি করে।
সকাল থেকে দুপুর পর্যন্ত বর্ষবরণ এ অনুষ্ঠান বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news