জসিনুর রহমান জেলা প্রতিনিধি (নীলফামারী):
নীলফামারীর অপরাধ শাখা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ১৬-০৪-২০২৫ ইং রেজ বুধবার রাত ০৮.০০ ঘটিকায় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খাঁন মহোদয়ের দিক নির্দেশনা ও নীলফামারী সার্কেল জনাব মোঃ ফারুক আহমেদের তত্তাবধানে অফিসার ইনচার্জ, নীলফামারী থানা এম.আর সাঈদের নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(৩৮), পিতা-মোঃ আফতার আলী, মাতা-মোছাঃ হাফিজা বেগম, সাং-বুগড়াপাড়া, ইউপি-সোনাহার, থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড় এর নিকট হতে ১৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৩,০৬,০০০/- (তিন লক্ষ ছয় হাজার) টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উক্ত গাঁজা হবিগঞ্জ জেলা থেকে একজন মাদক ব্যবসার মূল হোতা পঞ্চগড়ের গ্রেফতারকৃত আসামী রফিকুল ইসলামের নিকট পাঠায়। উক্ত গাঁজার চালানের সাথে আরো কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ী জড়িত আছে। নিবিড় তদন্তের মাধ্যমে উক্ত মাদক ব্যবসায়ীদের সনাক্তপূর্বক আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূলে নীলফামারী জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নীলফামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news