তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ভূমি অফিসের দখলকৃত ২ কোটি টাকার জায়গা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে ভূমি অফিসের পাশে দখলকৃত এ জায়গা উদ্ধার করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।
বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমি অফিসের নিজস্ব জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বসতভিটা তৈরি করে দখলে নিয়ে ভোগ দখল করে আসছিলেন এক ব্যক্তি। বুধবার ওই ব্যক্তিকে অন্য জায়গায় পুনর্বাসন করে ২ কোটি টাকার এ জায়গা সম্পূর্ণভাবে ভূমি অফিসের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে।
সম্পাদকীয় ও বাণিজিক কার্যালয়: ব্লক: ই, সেক্টর: ১৫, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০
নিউজ রুম মোবাইল: +৮৮০ ১৬১৯৮৭৭১৫৭, ইমেইল: news@hotnews24.news
সম্পাদক ইমেইল: editor@hotnews24.news, বিশেষ প্রয়োজনে: hotnewslive24@gmail.com
কপিরাইট ©2006-2024 hotnews24.news